ক্রমেই বাড়তে থাকা দেশে ভোজ্যতেল সয়াবিনের দাম লিটারে ৮ টাকা কমিয়ে এবার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সয়াবিন তেল উৎপাদন ও বিক্রির ওপর থেকে ভ্যাট পুরোপুরি আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহারের পর এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। পরে বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সচিব নুরুল ইসলাম মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার হতে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হবে, যা এতদিন ছিল ১৪৩ টাকা; বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে, যা এতদিন ছিল ১৬৮ টাকা। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, এতদিন যার দাম ছিল ৭৯৫ টাকা।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল ৮ টাকা।